ভারতে উৎপাদিত পাঁচ লাখ করোনার টিকা আফগানিস্তানে পৌঁছাল।
স্থানীয় সময় রোববার টিকাবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
জিনিউজ জানিয়েছে, ভারত থেকে নেওয়া এসব টিকা আফগানিস্তানের নিরাপত্তাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে। ভারতই একমাত্র দেশ যারা আফগানিস্তানে প্রথমবারের মতো টিকা পাঠাল।
ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়, আহ্বানে সারা দিয়ে প্রথমবারের মতো আফগানিস্তানে টিকা পাঠিয়েছে ভারত।
এর আগে গত বছর করোনা মহামারির সময় ভারতের পক্ষ থেকে আফগানিস্তানে খাদ্য সংকট দূর করতে গম পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র পাকিস্তান ছাড়া করোনা মোকাবিলায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোকে টিকা উপহার দিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানে তাদের উপহারের টিকার ব্যবহারও শুরু হয়েছে।