Top

স্মার্ট বাংলাদেশের লাইফলাইন হবে ক্ষুদ্র ও কুটির শিল্প

২১ জানুয়ারি, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
স্মার্ট বাংলাদেশের লাইফলাইন হবে ক্ষুদ্র ও কুটির শিল্প
নিজস্ব প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশের লাইফলাইন হবে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বা বিসিক। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতি ছাড়া স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার।

শনিবার (২১ জানুয়ারি) দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং চলতি সালে ডিসিসিআই’র বর্ষব্যাপী কর্ম-পরিকল্পনা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগামীর লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’-কে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এতে দেশের সবকিছু ডাটা কেন্দ্রিক ডিজাইন করা হবে। সাধারণ অটোমেশনের পরিবর্তে আমরা মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে যাচ্ছি। এতে কর্মসংস্থান এবং কাজের গুণগত মান তুলনামূলক বৃদ্ধি পাবে। ফলে স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে সরকারের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা সাড়ে ১২ হাজার ডলারে উন্নীত হবে। তবে স্মার্ট বাংলাদেশ গড়ার মূলমন্ত্র হলো কুটির ও ক্ষুদ্র শিল্পের উন্নয়ন। এ খাতের উন্নয়ন ব্যতীত স্মার্ট বাংলাদেশ হওয়া প্রায় অনেকটা অসম্ভব।

তিনি আরও বলেন,বর্তমানে জিডিপিতে ২৫ শতাংশ অবদান রাখছে ক্ষুদ্র ও কুটির শিল্প। এই ধারা অব্যাহত থাকলে ২০২৭ নাগাদ ৪০ শতাংশে উন্নীত হবে। তবে এ খাতের উন্নয়নে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে ডিসিসিআই।

ক্ষুদ্র ও কুটির শিল্প খাত থেকে মাঝারি মানের প্রতিষ্ঠানকে আলাদা করতে হবে। এতে দেশের অর্থনীতিতে বিসিক তার অবদানের বিস্তৃতি আরও প্রসারিত করতে পারবে। বর্তমানে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ঋণ নিতে প্রায় ২০টি ডকুমেন্টস দাখিল করতে হয়। এতে অনেক উদ্যোক্তা ঋণ গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেন। বিষয়টাকে কীভাবে আরও সহজ করা যায়, পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের সুবিধার্থে আলাদা ডেস্ক রাখার ব্যাপারে কাজ কারবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

ট্যাক্স রিটার্ণ নিয়ে তিনি বলেন, ঢাকা, চিটাগং থেকে দেশের ৯০ শতাংশ কর জমা হয়। বাকি ১০ শতাংশ আসে দেশের অন্যান্য জেলা থেকে। টিনধারী ৭৫ লক্ষ নাগরিক থেকে কর প্রদান করে মাত্র ২০ লক্ষ মানুষ। অর্থাৎ নিবন্ধনভুক্ত দুই তৃতীয়াংশ মানুষ কর প্রদান করেন না। এদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করে কর প্রদানে উদ্ভুদ্ধ করতে হবে। দেশে ট্যাক্স নেটের মাত্রা বাড়াতে হবে।

এসময় অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার