পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
বদলি হওয়াদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ হামিদুল আলম(বিপিএম, পিপিএম) -কে
হাইওয়ে পুলিশ ইউনিট, ঢাকার পুলিশ সুপার। বাগেরহাট জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়(পিপিএম-সেবা)-কে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা’র পুলিশ সুপার। জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ দেলওয়ার হোসেন (বিপিএম, পিপিএম) -কে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা’র পুলিশ সুপার। নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) -কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার। পটুয়াখালি জেলা পুলিশ সুপার মোঃ মইনুল ইসলাম (পিপিএম) -কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত (পিপিএম) -কে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার। গাজীপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার কে, এম আরিফুল হক (পিপিএম) -কে বাগেরহাট জেলা পুলিশ সুপার। অপরাধ তদন্ত বিভাগ( সিআইডি) ঢাকা জোনের পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন (বিপি) -কে জামালপুর জেলা পুলিশ সুপার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় (পিপিএম) -কে নড়াইল জেলা পুলিশ সুপার। বরিশাল মহানগরীর উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলমকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম) -কে পটুয়াখালী জেলা পুলিশ সুপার। অপরাধ তদন্ত বিভাগ( সিআইডি) রংপুর মেট্রোর পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস (বিপি) -কে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, মহালছড়ি, খাগড়াছড়ির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।