Top
সর্বশেষ

রংপুরে মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

০৮ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
রংপুরে মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি :

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের বিজয়ী ৬ মেয়র ৫৭ কাউন্সিলর ও ১৯ সংরক্ষিত নারী কাউন্সিলরা সোমবার দুপরে শপথ নিয়েছেন। রংপুর জেলা পরিষদ হলরুমে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মেয়র ও কাউন্সিলররা বলেন, এলাকার উন্নয়ন, মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা এবং জনগণের প্রত্যাশা পূরণে চেষ্টা করবেন।

নাগেশ্বরী পৌর সভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকু বলেন, এর আগেও আমি পৌরসভার মেয়র ছিলাম। এবার ২য় বারের মতো আমাকে মেয়র পদে নির্বাচিত করেছেন আমার ভোটাররা। আমাদের কাছে তাদের প্রত্যাশা অনেক। নাগেশ্বরী পৌরসভা অনেক বড় পৌরসভা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ গড়তে চাই। আমি চেষ্টা করবো এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত শেষ করতে।

সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, আইন শৃংখলার উন্নয়ন, হাট বাজারের উন্নয়ন, পানি নিষ্কাষন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসায়ীরা যারা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে সে বিষয়ে আমি দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঁইয়া বলেন, রংপুর বিভাগের কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা, দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ পৌরসভায় চতুর্থধাপে পৌর নির্বাচনে বিজীয় ৬ মেয়র ও কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ শপথ নিয়েছেন। আমি আশা করবো তারা তাদের দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করবেন।

শেয়ার