Top
সর্বশেষ

ময়মনসিংহে টিকা গ্রহণ করতে আসা মানুষের ভীড়

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ১:১০ অপরাহ্ণ
ময়মনসিংহে টিকা গ্রহণ করতে আসা মানুষের ভীড়
ময়মনসিংহ প্রতিনিধি :

টিকা প্রদানের তৃতীয় দিনে (৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহের প্রতিটি বুথে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৪২জন করোনা টিকা গ্রহণ করেছেন। প্রথম দিনে ৮৫৩ জন টিকা গ্রহণ করলেও দ্বিতীয় দিনে গ্রহণ করে ১হাজার ১৮৯জন। এ পর্যন্ত নিবন্ধন করেছে ১৪ হাজার ৭৬০জন।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, প্রথম ও দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনে নিবন্ধনকারী ও টিকা গ্রহণকারী বাড়ছে। ২০৪২ জনের টিকা গ্রহণের পর মাত্র ৬জনের শরীরে সামন্য পার্শ্বপতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সুস্থ্য আছেন। আর নিবন্ধনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। নিবন্ধনের কিছুক্ষন পরেই তারা টিকা নিতে পারছেন।

সিটির আওতাধীন সিটির মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে ৮টি, সিএমএইচে ৪টি এবং পুলিশ হাসপাতালে ১টি বুথে করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও প্রত্যেক উপজেলায় ৩টি করে বুথেও চলছে এ কার্যক্রম।

জেলায় প্রথম ধাপে ৩২ হাজার ৪শ ভায়েল টিকা প্রদান করা হয়েছে। এই ভায়েল দিয়ে ৩লাখ ২৪ হাজার মানুষকে টিকা প্রদান করা যাবে।

আজ সরকারী কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ টিকা গ্রহণ করেছেন।

শেয়ার