Top
সর্বশেষ

৩ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে ২ লক্ষাধিক মানুষ

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
৩ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দুর্ভোগে ২ লক্ষাধিক মানুষ
কুড়িগ্রাম প্রতিনিধি :

দীর্ঘ ৩ বছরেও কুড়িগ্রামের শুলকুর বাজার নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পাঁচটি ইউনিয়ের প্রায় ২ লক্ষাধিক মানুষ। আসন্ন বন্যা মৌসুমেও সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বেগে রয়েছেন দুর্ভোগে থাকা মানুষজন।

স্থানীদের অভিযোগ নামমাত্র কাজ দেখিয়ে এলজিইডির কিছু কর্মকর্তার সাথে যোগসাজশ করে এখন পর্যন্ত প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এলজিইডির মদদপুষ্ট নিয়োজিত ঠিকাদার গোলাম রব্বানী।

এলাকাসীর দুর্ভোগ নিরসনে স্থানীয় কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ একাধিকবার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে তাগাদা দিলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পেয়েছেন কুড়িগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বসুন্ধরা এন্ড আবু বকর জেবি। ৯০ মিটার দৈর্ঘ্যের কাজটির নির্মাণ ব্যয় ছিল ৫ কোটি ৫২ লক্ষ ৯০ হাজার। সেতুটির নির্মান কাজ ২০১৮ সালের ১ নভেম্বর শুরু হয়ে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

নির্ধারিত মেয়াদ শেষ হলেও সেতুর অধিকাংশ কাজ এখনো বাকি। অথচ ঠিকাদার গোলাম রবব্বানী এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আতাঁত করে এখন পর্যন্ত ১ কোটি ৯৫ লক্ষ টাকা উত্তোলন করেছেন।

অপরদিকে এলাকাবাসীর দাবি, পরিবহন এবং মানুষের যাতায়াতের জন্য পার্শ্ব রাস্তাটি হেরিং করলেও ওই ঠিকাদার হেরিং রাস্তাটির প্রায় ৫ হাজার ইট তুলে বিক্রি করেছেন। ফলে গত বন্যায় রাস্তাটি ভেঙে প্রতিদিন হাজারো মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সেই সাথে সেতুটি না থাকায় উত্তর বঙ্গের বৃহৎ যাত্রাপুর গরুর হাট, সদর উপজেলার পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুর উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আলগা সহসীমান্তবর্তী অসংখ্য হাট-বাজারে পরিবহন যাতায়াত সম্পূর্ণরুপে বন্ধ থাকায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

এলজিইডির একজন কর্মকর্তা বলেন, ওই কাজের ঠিকাদার মূলত বসুন্ধরা আলতাফ হোসেন নামে পরিচিত। গোলাম রব্বানী সাব নিয়ে কাজটি করছেন। এর দায় মূলত ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আলতাফ হোসেনের।

এ ব্যাপারে কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান জানান, কাজটি বন্ধ ছিল। আমি নতুন এসেই বন্ধ কাজটি চালু করেছি। আশা করছি আগামী ২ মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে।

চাহিদা অনুযায়ী বিল না দেয়ায় কাজটি যথাসময়ে শেষ করা সম্ভব হচ্ছে না বলে জানান সাব-ঠিকাদার মোঃ গোলাম রব্বানী।

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন-সদ্য যোগদানকৃত নতুন প্রকৌশলীকে কাজটি শেষ করতে বলেছি। তিনি কাজটি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আশাবাদী তিনি কাজটি দ্রুত শেষ করার সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শেয়ার