Top
সর্বশেষ

যশোরে রাস্তায় মাটি ফেলায় দুই ভাটা মালিককে জরিমানা

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
যশোরে রাস্তায় মাটি ফেলায় দুই ভাটা মালিককে জরিমানা

যশোরের মণিরামপুরে ভাটায় মাটি বহনকালে রাস্তায় মাটি ফেলে চলাচল বাধাগ্রস্ত করার অপরাধে দুই ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এই জরিমানা করেন। দুই ভাটা মালিক হলেন দোঁদাড়িয়া এলাকার সরদার ব্রিকসের মালিক রবিউল ইসলাম পাঁচ হাজার ও মাঝিয়ালী এলাকার মিম ব্রিকসের মালিক হাফিজুর রহমান পাঁচ হাজার।

আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, ট্রাকে করে ইটভাটার মাটি টানার সময় রাস্তায় মাটি পড়ে। বৃষ্টি হলে সেই মাটি কাঁদা হয়ে জনগণেন চলাচল বাধাগ্রস্ত হয়। অনেকে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে ব্যবস্থা নিতে তিনি ইউএনওকে নির্দেশ দেন।

সেই অনুযায়ী গত রোববার (৭ ফেব্রুয়ারি) রাস্তা পরিষ্কার করতে উপজেলার ৪২টি ভাটা মালিককে নির্দেশনা দেন ইউএনও সৈয়দ জাকির হাসান। নির্দেশনা পেলেও তা মানেননি সরদার ও মিম ভাটার মালিক।

শনিবার রাতের ও রোববার সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে মণিরামপুরের পিচের রাস্তাগুলোতে কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রাজগঞ্জ-পুলেরহাট সড়কে দুর্ঘটনার শিকার হন কয়েকজন পথচারী। যার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাটা মালিকদের শাস্তির দাবি ওঠে।

শেয়ার