Top

মমতাজ বাঁচতে চায়

০৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
মমতাজ বাঁচতে চায়
মিরসরাই প্রতিনিধি :

তিন অবুঝ শিশু সন্তানের জন্য বেঁচে থাকতে চান মিরসরাইয়ের গৃহবধূ মমতাজ বেগম (৩৬)। মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে। এখন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

মমতাজ বেগম মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। সাইফা, নাজিফা ও সাদিকা নামে তার তিনটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী সৌদি প্রবাসী। কিন্ত আকামা না থাকায় এখন চাকরি নাই। তাই টাকা পাঠাতে পারছেন না।

মমতাজ বেগম জানান, শরীরেরর বিভিন্ন স্থানে ব্যাথা শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হন। চেকআপের পর ২০২২ সালের অক্টোবরে তার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এরপর দেশের বিভিন্ন চিকিৎসকের পরমর্শে চিকিৎসা নেন। শারীরিক কোনো উন্নতি না হওয়ায় পরে চিকিৎসকদের পরামর্শে ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসা করান। ইতোমধ্যে দু’টি কেমো দেয়া হয়েছে। আরো একাধিক কেমো দিতে হবে।

তিনি জানান, চিকিৎসা করাতে গিয়ে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। নিজের কাছে যা ছিল এবং আত্মীয়-স্বজনদের সহযোগিতায় এই পর্যন্ত চিকিৎসা করেছেন। পুনরায় তাকে ভারতে যেতে হবে। কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। তাই তিনটি অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে সমাজের বিত্তবান এবং প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার্থে সহযোগিতার জন্য অনুরোধ করেন মমতাজ।

যেভাবে সহযোগিতা করা যাবে- বিকাশ নম্বর ০১৮২২৬৮০১১১ (মমতাজ), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ০৮১৪৪০১০২০৮৪১ (মমতাজ বেগম) সোনালী ব্যাংক লিমিটেড, মিরসরাই শাখা, চট্টগ্রাম

শেয়ার