নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় চলন্ত সিএনজি থেকে পড়ে গিয়ে আবদুল মোতালেব (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে চৌমুহনী-চরচেঙ্গা সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আবদুল মোতালেব হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের আবদুস সোবহানের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে হাতিয়া পৌর এলাকার চৌমুহনী বাজারের পাশে ওয়াজ মাহিফেরে যান মোতালেব। সারারাত ওয়াজ শুনে সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি যোগে রওনা দেন। পথে তাদের সিএনজিটি চৌমুহনী বাজার এলাকায় পৌঁছলে চলন্ত গাড়ি থেকে চালকের পাশে থাকা মোতালেব সড়কে ছিঁটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সারারাত না ঘুমানোর কারণে গাড়িতে উঠে চোখে ঘুম আসার কারণে তিনি ছিঁটকে পড়ে গিয়ে মৃত্যু হয়।