Top
সর্বশেষ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

১০ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপু নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বড় শিমুল পঞ্চসোনা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে অপু নামক এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্তকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভূমি অফিসের কর্মচারী ও আনসার সদস্যবৃন্দ।

শেয়ার