Top

প্রতি কেজি সিম ৭ টাকা, হতাশ চাষীরা

১০ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
প্রতি কেজি সিম ৭ টাকা, হতাশ চাষীরা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলায় মৌসুম শুরুর প্রথমে সিমের কেজি ১২০ টাকা হলেও বর্তমান সময়ে দাম কমতে কমতে সাত টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে।

মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর গ্রামের প্রান্তিক চাষী আসলাম সহ অনেকে জানান প্রতি কেজি সিম উৎপাদনের কৃষকের ব্যয় ২৫ থেকে ৩০ টাকা, কিন্তু বিক্রি মূল্য মাত্র ৭ টাকা হওয়াতে কৃষকের এখন মাথায় হাত।

গত সপ্তাহে প্রতি কেজি সিমের মূল্য ছিল মাত্র চার টাকা, এর মধ্যে তুলে দেওয়ার জন্য কেজি প্রতি দুই টাকা, মাঠ থেকে বাড়িতে আনতে কেজি প্রতি এক টাকা এবং আড়তে নিতে আরো দুই টাকা খরচ।

এমতাবস্থায় কৃষকদের জন্য সিম তুলে বাজারজাত করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে কৃষকদের লোকশান গুনতে হচ্ছে প্রতিনিয়ত।

শেয়ার