Top

হাজীগঞ্জে খাস জমির মাটি উত্তোলনের দায়ে দু’জনের ৮০ হাজার টাকা জরিমানা

১১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে খাস জমির মাটি উত্তোলনের দায়ে দু’জনের ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারী খাস জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যাক্তির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড বৈশাখী বড়ূয়ার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত দুই ব্যাক্তির থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের কালচোঁ গ্রামের বকাউল বাড়ির কবির বকাউল ও একই এলাকার মোস্তফা কামাল তপদার।

জানা যায়, কালচোঁ মৌজার কালচোঁ মাঠে সরকারী খাস জমি থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করছেন। স্থানায় প্রাইমারী স্কুলের মাঠ ভরাটের কাজে এই উত্তোলনকৃত মাটি ব্যবহার করছেন। অভিযুক্তরা সরকারী খাস সম্পত্তিতে ড্রেজার মেশিন বসানোর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নিকট অনুমতি চেয়ে একটি আবেদন করেন। ওই সময় তিনি তাদের জানিয়ে দেন সরকারী খাস জমি থেকে মাটি কাটা যাবেনা এবং এর অনুমতি দিবে ভূমি মন্ত্রনালয়। আমি অনুমতি দিতে পারবোনা।

এমন সংবাদ জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ূয়া ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের কাছ থেকে অর্থদন্ড আদায় করেন। ওই সময় থানার উপ-পরিদর্শক মো. আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ার