Top

রুশ বাহিনীর বাখমুত শহর দখল ঠেকাতে যে পদক্ষেপ নিল ইউক্রেন

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
রুশ বাহিনীর বাখমুত শহর দখল ঠেকাতে যে পদক্ষেপ নিল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক :

রুশ বাহিনীর অভিযান ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। দেশটির পূর্বের বাখমুত শহরের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইঙ্গিত দিচ্ছে— ইউক্রেনীয় সেনারা অঞ্চলটি থেকে পিছু হটার। ইউক্রেনে আক্রমণের বর্ষপূর্তির আগে বাখমুত দখল রুশ সেনাদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে।

দোনেৎস্কের একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সেনারা সেতুটি উড়িয়ে দিয়েছে। তবে ইউক্রেন বাখমুত ছাড়ার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। টানা ছয় মাস ধরে তুমুল লড়াই ও ভারি গোলাবর্ষণ করে আসছেন রুশ সেনারা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের বর্ষপূর্তির আগেই বাখমুত দখলের জন্য সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে রাশিয়া। ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা গত সপ্তাহ থেকে বলে আসছেন, রাশিয়া নতুন একটি আক্রমণ শুরু করেছে। বসন্তের আগে নতুন পশ্চিমা অস্ত্রের সরবরাহ পৌঁছার আগে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে।

সোমবার ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, এটি স্পষ্ট যে আমরা সামরিক সরঞ্জামের প্রতিযোগিতায় রয়েছি।

টানা কয়েক মাস ধরে একাধিক ব্যর্থতার পর বাখমুত দখল করতে পারা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হবে। ইউক্রেনের নিয়ন্ত্রিত আরও দুটি বড় শহর দখলের ভিত্তি হতে পারে শহরটি।

রুশ সেনারা বাখমুতের দক্ষিণ ও উত্তরের এলাকা দখল করে আছে। তারা চেষ্টা করে যাচ্ছে শহরটিতে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলতে।

ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছেন, বাখমুতের কাছে থাকা রুশরা সাঁজোয়া যানের বদলে মানবশক্তির ওপর বেশি নির্ভরশীল। রুশরা ছোট কৌশলগত গ্রুপ পাঠাচ্ছে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে। ভারি সরঞ্জাম দিয়ে হামলার চেষ্টা করা হচ্ছে না। কারণ সেগুলোতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইউক্রেনের।

বাখমুত দখলে রাশিয়ার লড়াই শুরু হয়েছে জুন মাসে। এটি যুদ্ধের একটি রক্তাক্ত সংঘাতে পরিণত হয়েছে। শহরটি দখলে সামরিক শক্তি কেন্দ্রীভূত করেছে মস্কো।

বিপি/এএস

শেয়ার