Top
সর্বশেষ

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় ৯ বাংলাদেশি আটক

১২ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় ৯ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। এসময় তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান।

আটককৃতদের মধ্যে রয়েছে ৪ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার কলারন গ্রামের নাজেম জমাদ্দার ছেলে মো. হাফিজুর রহমান (৫০), একই গ্রামের মো হাফিজুর হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (৭), বারেক জমাদ্দার, মো. সুমন হোসেন (২১),

নড়াইল জেলার চাচুড়ি গ্রামের আহম্মদ শেখের ছেলে মো. ইমদাদুল (২৫), মো. মহাসিন হোসেনের ছেলে মো. মাহমুদুল (৩০), মো. মাহমুদুল হকের স্ত্রী মোছা. কুলসুম (২২) ও তার মেয়ে নাইমা (২), মো. সোহাগ আলীর স্ত্রী মোছা. আছমা খাতুন (২৫) ও তার মেয়ে মোছা. সোহাগী (৩)।

আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দেয়া হয়েছে।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১৯ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৫ দালালকে আটক করে বিজিবি।

শেয়ার