বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত বাবলু-খোকন (সাদা) প্যানেলের সভাপতি পদে গোলাম মাসউদ বাবলু ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম খোকনসহ সাদা প্যানেলের মনোনীত ১১ পদের মধ্যে ১০টি পদে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ভোট গণনার ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোটার তাদের ভোটপ্রয়োগ করেছেন। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ১৪৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তার প্রতিদ্বন্ধী নীল প্যানেলের প্রার্থী মির্জা মোঃ রিয়াজ হোসেন ১৪২ ভোট পেয়েছেন। এছাড়াও সহসভাপতি পদে সাদা প্যানেলের লীলা রানী চক্রবর্তী ২১৮ ও সালাউদ্দিন সিপু ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের নিকটতম নীল প্যানেলের প্রতিদ্বন্ধী অসীম কুমার বাড়ৈ ১৬২ ও শেখ মেহেদী হাসান শাহীন ১৬০ ভোট পেয়েছেন। অর্থসম্পাদক পদে সাদা প্যানেলের মিজানুর রহমান মিন্টু ২৪৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী নীল দলের আব্দুল মালেক পেয়েছেন ১৪৮ ভোট।
যুগ্ম সম্পাদক পদে সাদা প্যানেলের সুমন চন্দ্র হালদার ২০৬ ও এসএম আতিকুল ইসলাম ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বর্ন্ধী নীল প্যানেলের নিজাম উদ্দিন ১৪৪ ও শাহ আলম ১৬৭ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে সাদা প্যানেলের প্রার্থী এসএম তৌহিদুর রহমান ২৪১, মুহাম্মদ ফিরোজ আলম সিকদার ২৭৩, শহিদুল ইসলাম খলিফা ২২৯ ভোট ও নীল প্যানেলের প্রর্থী আঃ রহমান চোকদার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।