Top
সর্বশেষ

সিরাজগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তুর স্থাপন উদ্বোধন

১২ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তুর স্থাপন উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় এমপি আবদুল মমিন মন্ডল আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী কেবল শিক্ষা বিস্তারে ভবন নির্মাণ করছেন না। তিনি শিক্ষার আলোতে আলোকিত মানুষ গড়ার দায়িত্ব পালন করছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা, বিনামুল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধব কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ইউসুফ জী খান, সহ- সভাপতি দেলখোশ আলী প্রামানিক, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা রিয়াদ আহম্মেদ বক্তব্য রাখেন।

এ সময় দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপজেলার ধুকুড়িয়া বেড়ায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যায়ে ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন এবং ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে মেটুয়ানী উচ্চ বিদ্যালয় চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

শেয়ার