স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভ্যাকসিন প্রদানে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ হলো পৃথিবীর দুই’শত রাষ্ট্রের মধ্যে ৬ষ্ঠ তম রাষ্ট্র, যে দেশ সরাসরি সাধারণ মানুষের মাঝে করোনা ভ্যাকসিন দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো দেশ এভাবে ভ্যাকসিন দিতে পারেনি। ভ্যাকসিন আনার জন্য আমরা গত মে মাস থেকেই সবার সাথে যোগাযোগ করছি। এমন কোনো রাষ্ট্র নাই, কোম্পানি নাই যেখানে আমি নিজে যোগাযোগ করি নাই। সাউথ এশিয়ায় বাংলাদেশ করোনা মোকাবেলায় প্রথমে রয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এছাড়াও মন্ত্রী বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র আমেরিকার সাথে তুলনা করে আরও বলেন, করোনায় বাংলাদেশে মাত্র আট হাজার লোক মারা গেছে। আর আমেরিকাতে মারা গেছে পৌনে পাঁচ লাখ মানুষ। একটা ল্যাব থেকে এখন দুইশ ছয়টি ল্যাব হয়েছে বাংলাদেশে। সংক্রমণের হার বাংলাদেশে এখন টু পয়েন্ট টু, থ্রী সর্বোচ্চ সিক্স পর্যন্ত। কিন্তু আমেরিকায় ফাইভের উপরে। আমাদের সুস্থতার হার নব্বইয়ের বেশি।
এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুস সালাম।
এছাড়াও সভায় জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানিকগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলরগন ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।