কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ড্রেনের উপর স্থাপন করা দুর্বল স্ল্যাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্ল্যাব ভেঙ্গে গাড়ি আটকে যাচ্ছে। কোথাও ভাঙা স্ল্যাবে পড়ে পথচারীরা আহত হচ্ছেন। গত ২২ আগস্ট নগরীর ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী এলাকায় ড্রেনে পড়ে রবিন নামে আট বছরের শিশু নিহত হয়েছে।
দুর্বল স্ল্যাব গুলো দ্রুত সরিয়ে সেখানে উন্নতমানের স্ল্যাব স্থাপনের দাবি নগরবাসীর। এরকম দৃশ্য নগরীর দক্ষিণচর্থা, মোগলটুলী, চকবাজার, রেইসকোর্স ও কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে।
বেশি নাজুক কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড থেকে ইপিজেড রোডের সংযোগ সড়কে। দক্ষিণ চর্থার এই সড়কটির মাঝে ড্রেন রয়েছে। ড্রেনের ওপর রয়েছে স্ল্যাব। সেগুলো বিভিন্ন অংশে ভাঙা।
এছাড়া নগরীর ফায়ার সার্ভিস পুকুরের সামনে দিয়ে বড় মসজিদ এলাকার সড়কের পাশের ড্রেনের ওপরের কিছু স্ল্যাব ভেঙে আছে।
দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা মো. রাকিব জানান, দক্ষিণ চর্থার সড়কটি সংস্কারের এখনও এক বছরও হয়নি। এই সড়কটির মাঝে ড্রেন রয়েছে। ড্রেনের ওপরের অনেকগুলো স্ল্যাব ভাঙা। সেখানে বিভিন্ন পরিবহন আটকা পড়ছে। রিকশা, মোটর সাইকেল, প্রাইভেট কার সড়কের মাঝ দিয়ে ভয়ে চলাচল করে না-ভেঙে পড়ার ভয়ে সেগুলো সড়কের এক পাশ দিয়ে চলাচল করে। এ গুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।
ওই এলাকার আরেক বাসিন্দা শাঈখ মোহতাসিম প্রীতিম বলেন, এটি নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ভাঙা স্ল্যাব গুলো দ্রুত পাল্টানো প্রয়োজন। নতুবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ড্রেনের দুর্বল স্ল্যাব,সড়কের ভাঙা অংশ মেরামতে স্থানীয় কাউন্সিলরদের আরো বেশি তদারকি প্রয়োজন। এতে সিটি করপোরেশন দ্রুত মেরামতে নজর দিবে, মানুষের দুর্ভোগ কমবে।
তিনি আরো বলেন, ওয়ার্ডের নাগরিক দুর্ভোগের বিষয়ে স্থানীয় কাউন্সিলর এলাকার সমাজকল্যাণমূলক সংগঠন গুলোর সহায়তা নিতে পারেন।
কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো.নুরুল্লাহ বলেন,আমরা ড্রেনের ওপর ভাঙা ও দুর্বল স্ল্যাব গুলোর বিষয়ে খোঁজ নেবো। ওই সব স্থানে দ্রুত সংস্কারে হাত দিবো।