Top

নীলফামারীতে তাঁতী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

০৭ মার্চ, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
নীলফামারীতে তাঁতী লীগের ঐতিহাসিক ৭ই মার্চ পালন
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালন পালন করেছে নীলফামারী জেলা তাঁতী লীগ।

দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদ, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মুন্না, জেলা তাঁতী লীগের যুগ্ন সম্পাদন খোকা, নীলফামারী পৌর তাঁতী লীগের সভাপতি হায়দার আলী পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক নীতিশ পাল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা মুরাদ।

এর আগে সকালে জেলা প্রশাসনের জনসেবা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার