রাজশাহীর গোদাগাড়ীতে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১৬৯ গ্রাম হেরোইন উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (০৮ মার্চ) রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী ইউনিয়নের মাওলানারদারা গ্রাম থেকে মালিকবিহীন এসব হেরোইন উদ্বার করা হয়।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ ব্যাটলিয়ন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৭/১-এস হতে আনুমানিক ০৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাওলানারদারা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মালিকবিহীন ৩ কেজি ১৬৯ গ্রাম হেরোইন উদ্বার করে বিজিবি সদস্যরা।
৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়াও ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।