Top

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

১১ মার্চ, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ
রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২
রংপুর প্রতিনিধি :

রংপুর-ডালিয়া সড়কের গঙ্গাচড়ায় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ১৫ জন হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুরুরি বিভাগে কর্তবরত চিকিৎসক রহিম শেখ।

শনিবার গঙ্গচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

গঙ্গাচড়ার থানার ওসি দুলাল হোসেন জানান, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুজন নিহত হন। আহত হয় ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের দু’জনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ হবে বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

তিনি বলেন, সকাল সোয়া ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

শেয়ার