Top

বিমানের জেট ফুয়েল বিক্রি কমেছে ১৯.৮ শতাংশ

১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
বিমানের জেট ফুয়েল বিক্রি কমেছে ১৯.৮ শতাংশ

করোনার কারণে এক বছরের ব্যবধানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেট ফুয়েল (বিমানের তেল) বিক্রি কমেছে ৮৫ হাজার ২১৪ মেট্রিক টন।

২০১৮-১৯ অর্থবছরে বিপিসি জেট ফুয়েল বিক্রি করেছিল ৪ লাখ ৩০ হাজার ৩৪১ মেট্রিক টন। আর ২০১৯-২০ অর্থবছরে বিক্রি হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ১২৭ মেট্রিক টন। অর্থাৎ ১৯.৮ শতাংশ কমেছে জেট ফুয়েল বিক্রি। বিপিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০১৬-১৭ অর্থবছরে দেশে জেট ফুয়েল বিক্রি হয়েছিল ৩ লাখ ৭৬ হাজার ৭০০ মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে জেট ফুয়েল বিক্রি হয়েছিল ৪ লাখ ৮ হাজার ২৭২ মেট্রিক টন। এক বছরের তুলনায় আরেক বছরে জেট ফুয়েল বিক্রির এত বড় ব্যবধান গত তিন বছরেও দেখা যায়নি বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা।

করোনার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জেট ফুয়েল বিক্রি কমেছে বলে জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা। তবে তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী বিমান চলাচল ফের চালু হওয়ায় ২০২০-২১ অর্থবছরে বিক্রি আগের অবস্থান ফিরে যাবে।

বিপিসির পরিচালক (পরিচালনা ও বিপণন) সৈয়দ মেহদী হাসান বলেন, ‘করোনাকালে জেট ফুয়েল বিক্রি একদম কমে গিয়েছিল। এর কারণ বিশ্বব্যাপী বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া।

‘করোনার কারণে ২০২০ সালের ২৬ মার্চ বাংলাদেশও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। করোনার সংক্রমণ রোধে ওইদিন বাংলাদেশও উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়। চীনের গুয়াংজু ছাড়া পৃথিবীর সব দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ ছিল।’

করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে দুই মাস পাঁচ দিন বাংলাদেশে পুরোপুরি প্লেন চলাচল বন্ধ ছিল। এরপর ১ জুন থেকে বাংলাদেশের আকাশ উন্মুক্ত করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেদিন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রীর অভাবে অনেক ফ্লাইট বন্ধ হয়ে যায়।

করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে ২০২০ সালের জানুয়ারি থেকেই জেট ফুয়েল বিক্রি কমে যাচ্ছিল বিপিসির। এর মধ্যে জানুয়ারিতে বিক্রি হয়েছিল ৪৫ হাজার ৩৮৭ মেট্রিক টন, ফেব্রুয়ারিতে বিক্রি হয় ৩৭ হাজার ৯১২ মেট্রিক টন, মার্চে ২৪ হাজার ৭৩৫ মেট্রিক টন, এপ্রিলে মাত্র ২ হাজার ৮৩৪ মেট্রিক টন, মে মাসে ৪ হাজার ৫৯৭ মেট্রিক টন ও জুনে ৪ হাজার ২৩৬ মেট্রিক জেট ফুয়েল বিক্রি করে বিপিসি।

তবে ২০২০ সালের জুলাই থেকে ফের জেট ফুয়েল বিক্রি বাড়তে থাকে। এর মধ্যে জুলাইয়ে ১০ হাজার ৫৫১ মেট্রিক টন, আগস্টে ১১ হাজার ৭১১ মেট্রিক টন, সেপ্টেম্বরে ১৫ হাজার ২০০ মেট্রিক টন, অক্টোবরে ১৭ হাজার ৯০০ মেট্রিক টন, নভেম্বরে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন এবং ডিসেম্বরে ১৮ হাজার ৯০০ মেট্রিক টন জেট ফুয়েল বিক্রি করেছে বিপিসি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) মোরশেদ হোসাইন আজাদ বলেন, ‘২০২০-২১ অর্থবছরের শুরু থেকে জেট ফুয়েল বিক্রি বাড়ছে। যেটি এই খাতের জন্য ইতিবাচক। আশা করছি এই অর্থবছরে আমরা আগের অবস্থানে ফিরে যাব।’

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে জেট ফুয়েল বিক্রি করে বিপিসি। স্বাভাবিক সময়ে বিপিসির এই পাঁচটি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন জেট ফুয়েল বিক্রি হয় ৪০ হাজার থেকে ৪২ হাজার মেট্রিক টন।

শেয়ার