Top
সর্বশেষ

সাতক্ষীরা পৌর নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে

১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরা পৌর নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে
সাতক্ষীরা প্রতিনিধি :

কঠোর নিরাপত্তার মধ্যে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়ায় কেন্দ্রে কেন্দ্রে গুমোট পরিস্থিতি দেখা যাচ্ছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পৌর এলাকার ৩৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট গ্রহণকে কেন্দ্র করে বাড়তি আগ্রহ দেখা গেলেও ভোটারদের মধ্যে চাপা উত্তেজনা রয়ে গেছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকলেও খুবে বেশি উৎফুল্লতা দেখাচ্ছেন না প্রার্থীর কর্মী-সমর্থকরা।

এদিকে, ভোট শুরু হওয়ার পর রসুলপুর হাই স্কুল কেন্দ্রে ইউনিয়ন এলাকার কিছু লোকজন বুথ দখলের চেষ্টা করলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এসময় সকল পৌর প্রার্থীর কর্মী সমর্থকরা একত্রিত হয়ে বহিরাগতদের প্রতিহত করে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। জানা গেছে, হাতাহাতির সময় বহিরাগতদের কয়েকজন আহত হয়েছে। পরে বিজিবির স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অন্যদিকে, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ, পলাশপোল স্কুল, গার্লস স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটাররা নির্বিগ্নে ভোট দিচ্ছেন। কিন্তু তাদের সাথে কথা বললে অনেকে জানান, পরিস্থিতি বেশি শান্ত থাকায় তারা কিছুটা অজানা আতঙ্কে রয়েছেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ৮৯ হাজার ২২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার