সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমিতে বোরো ধানের ব্রেষ্ট রোগ বালাই ও পোকা-মাকড় দোমনের কলা-কৌশলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে উঠান বৈঠক করা হয়েছে।
সোমবার দুপুরে ওই উপজেলার গোন্তাবাজার এলাকায় এ বৈঠক করে উপজেলা কৃষি অফিস। এ বৈঠকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ ৪ সদস্যের টিম বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ থেকে আমন ধানের ক্ষেত রক্ষার কৌশল হাতে কলমে শেখানোসহ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, আলআমিন, মনিরুজ্জামান সুমন ও শাহাদত হোসেন, কৃষক আব্দুল আজিজ, সাগর আহমেদ, শরিফুল ইসলাম, সবুজ শাহরিয়ার, মোবারক হোসেন, মোস্তফা প্রমূখ।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন বলেন, বোরো ধানের চাষাবাদ এবার ভালো হবে বলে আশা করা যাচ্ছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের সাথে উঠান বৈঠকসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এ বৈঠকের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের আরো সচেতন করা হবে। এতে কৃষকেরা অধিক লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন।