ফেনীর প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ বিজয় সিংহ ও রাজাজীর দীঘীকে ঘিরে দেখা দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। অপূর্ব নৈসর্গিক মায়া উপভোগ করতে প্রতিদিন এখানে ছুটে আসছেন পর্যটকরা। তবে অবকাঠামো না থাকায় আনন্দ-আয়োজনে ভাটা পড়ে ভ্রমণ পিপাসুদের।
জল-বিহার আর সবুজে ঘেরা মনোরম পরিবেশের ঠিকানা ফেনীর ঐতিহ্যবাহী বিজয় সিংহ ও রাজাজীর দীঘি। ফেনির একমাত্র বিনোদনের কেন্দ্র এই দীঘিপাড়। ওয়াকওয়েসহ বসার স্থান থাকায় অনেকেই আসেন কিছুটা সময় কাটাতে।
এর সঙ্গেই ছুঁয়ে আছে কাজীরবাগ ইকো পার্ক ও শিশু পার্ক। প্রয়োজনীয় সংস্কারের অভাবে অনেকটাই বেহাল দশা। বিনোদন সুবিধাসহ শিশুদের খেলাধূলার উপকরণ যুক্ত করার দাবি দর্শনার্থীদের।
এদিকে রাজাজীর দীঘির সৌন্দর্য বর্ধনে ৪ কোটি টাকা আর বিজয় সিংহ দীঘিতে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সরকারি বা বেসরকারি উদ্যোগে জায়গাটিকে ইকোট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার দাবি ফেনীবাসীর।