Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ভূট্টা চাষে বাজিমাত

১৯ মার্চ, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ভূট্টা চাষে বাজিমাত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে এবার ভুট্টার আবাদ একদিকে যেমন বেড়েছে, তেমনি ফলনও এবার হবে আশাতীত। দাম ভাল পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছে কৃষকেরা। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানির আগাম রকেট-৫৫ জাতের ভূট্রার চাষ করে অধিক লাভের আশা করছেন চাষিরা। উচ্চ ফলনশীল ও গাছ মজবুত হওয়ায় এ জাতের ভূট্টা চাষে বেশি আগ্রহী হচ্ছেন তারা। আর কিছুদিনের মধ্যে ভুট্টা সংগ্রহ শুরু হবে। প্রতি একরে ১৬০ থেকে ১৭০ মণ ফলনের আশা করছেন ভুট্টা চাষিরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর, চিলারং, বেগুনবাড়ি, সালন্দর, রাণীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর, হরিপুরের তালতলা, চৌরঙ্গী, ডাঙ্গীপাড়া, পাহাড়গাঁও, বীরগড়ে আগাম রকেট ৫৫ জাতের ভুট্টায় সবুজে ছেয়ে গেছে মাঠ। কিছু গাছে মোচা পরিপক্ক হচ্ছে। এবার চাষিরা ভালো ফলনের আশা করছেন। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন হয় প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ হয় ২২ থেকে ২৪ হাজার টাকা। আর ভুট্টা বিক্রি হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর ভূট্রা চাষের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৫শ হেক্টর নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪০ হাজার হেক্টরেরও বেশি জমিতে। আবহাওয়া অনূকুলে থাকায় ও পোকার আক্রমন কম হওয়ায় ভালো ফলন পাওয়া যাবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের ভূট্টা চাষি মো. তালেব বলেন, প্রতি বছর বিভিন্ন কোম্পানির ভুট্টা আবাদ করলেও এবার আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানির আগাম রকেট ৫৫ জাতের ভূট্টা চাষ করে অধিক লাভের আশা করছি।

রায়পুর ইউনিয়নের সামসুজ্জুহা বলেন, রকেট ৫৫ জাতের ভুট্টার গোড়া থেকে আগা পর্যন্ত সমান ও মজবুত। এই জাতের ভুট্টার দানাও বেশ বড়। দেখে মনে হচ্ছে, আমরা যে পরিমাণ ফলনের আশা করেছিলাম তার চেয়েও বেশি ফলন হতে পারে।

আলফা সীডস্ ইন্টারন্যাশনাল কোম্পানির মার্কেটিং অফিসার আব্দুস সালাম বলেন, শুধু ঠাকুরগাঁও নয় সারাদেশে আমরা ভুট্টা বীজ সরবরাহ করি। রকেট ৫৫ জাতের ভুট্টার চাহিদা সবচেয়ে বেশি। চাষিরা একরে ১৮০ মন পযর্ন্ত ফলন পাচ্ছেন। আশা করি এ বছরের তুলনায় আগামী বছর রকেট ৫৫ জাতের ভূট্টার চাহিদা আরো বৃদ্ধি পাবে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলাতেই ভূট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে। চাষিরা বিভিন্ন জাতের আগাম হাইব্রীড জাতের ভুট্টা চাষ করেছেন। ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ বাড়ছে। ন্যায্য মূল্যও পাচ্ছে কৃষক।

শেয়ার