সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে সোমবার ভোর রাতে বজ্রপাতে মাজেদ আলী নামে এক কৃষকের ৫টি গরু মারা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাত ৪ টার দিকে বৃষ্টির সাথে মেঘের প্রচন্ড তর্জন-গর্জন শুরু হলে কৃষক মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাত হয়।
এতে গোয়ালে থাকা তার ৫টি গরু মারা যায়। এতে কৃষক মাজেদ আলীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, সোমবার ভোর রাতে মৌসুমের প্রথম দীর্ঘক্ষণের বৃষ্টির সাথে বজ্রপাতও হয়।
এ বজ্রপাতে কৃষক মাজেদ আলী প্রামানিকের ৫টি গরুই মারা গেলেও কোনো মানুষের হতাহত হয়নি। তবে এক সঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় কৃষক মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেল বলে জানান তিনি।
এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এদিকে বজ্রপাতে ৫টি গরুর মৃত্যুর বিষয়টি অবগত করা হয়েছে বলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন তিনি।