Top

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তব্য রাখলেন ছাত্রলীগের নেতারা

০৪ এপ্রিল, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তব্য রাখলেন ছাত্রলীগের নেতারা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে মহান স্বাধীনতা দিবসের কটূক্তি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু জার গিফারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের প্রাপ্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোবিন্দ চ্যাটার্জি।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর প্রেক্ষিতে আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে যেখানেই পাব, সেখানেই তাকে অবাঞ্ছিত করা হবে। সাংবাদিকদের মাধ্যমে আমরা অনেক ভালো নিউজ পাই। কিন্তু মতিউর রহমানের মাধ্যমে অসত্য সংবাদ প্রকাশিত হওয়ার সুবাদে দেশ অস্থিতিশীল হয়। তাই তাকে আমরা বয়কট করলাম। দ্রুত সময়ের মধ্যে মতিউর রহমানের মধ্যে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এই অগ্রযাত্রা থমকে দেয়ার জন্যই এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আনোয়ার হোসেন বলেন, এটি আমাদের দলীয় কোন আয়োজন নয়। মূলত মানববন্ধনের আয়োজন করেছিল কলেজের সচেতন শিক্ষার্থীরা। আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছি।

মানববন্ধনে এসময় আরও বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের হাফিজুর রহমান, ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান। মানববন্ধনে নবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এদিকে, একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে।

 

শেয়ার