Top

ডিএসইতে মূলধন বেড়েছে সাড়ে ৫০০ কোটি টাকা

০৮ এপ্রিল, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
ডিএসইতে মূলধন বেড়েছে সাড়ে ৫০০ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারের পতন ঠেকাতে ফের ফ্লোর প্রাইস চালু করায় দরপতন সামান্য কমেছে। যদিও এতে খুব একটা স্বস্তির বার্তা দিচ্ছে না বাজারের লেনদেন। কারণ কিছুদিন শেয়ারের দরে উত্থান দেখা দেওয়ার পর হুট করে ব্যাপক পতনের কবলে পড়তে দেখা গেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিন দিন উত্থান আর দুই কর্মদিবস সূচক পতনের মধ্যদিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। এ সপ্তাহে যেসব কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) বেড়েছে ৫৪৫ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৭২০ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে প্রায় একই চিত্র।

সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি ৩১ লাখ ২০ হাজার ৪৩১ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ১৫১ টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ৫৪৫ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৭২০ টাকা।

এর আগের সপ্তাহে মূলধন বেড়েছিল ৯৫৫ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ২২ টাকা। অর্থাৎ টানা দুই সপ্তাহ মূলধন যোগ হয়েছে। তার আগের সপ্তাহে মূলধন কমেছিল ৪৮৩ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬০৭ টাকা।

বাজার মূলধন বাড়ার সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৯ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৮৭ লাখ টাকা বা ৪১ দশমিক ২১ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ২৫৪ কোটি ১৬ লাখ টাকা বা ৭৬ দশমিক ৫১ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির। আর ২৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স বেড়েছে ৭ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৮ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে ৪ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ এবং ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ।

প্রধান মূল্যসূচক বাড়লেও বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক পতনের মধ্যেই রয়েছে। সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ১০ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ এবং ৮ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ।

ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও টনা চার সপ্তাহ পতনের মধ্যে রয়েছে। গত সপ্তাহে এই সূচকটি কমেছে ১ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে ৩ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ এবং ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা। ১৪৮ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল, জেমিনি সি ফুড, এডিএন টেলিকম, অ্যাপেক্স ফুটওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং আরডি ফুড।

শেয়ার