Top

নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি কমিশন গঠনের দাবি

১০ এপ্রিল, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি কমিশন গঠনের দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

নির্বাচনী ইশতেহার অনুয়ায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসীদের জমি, জলাধার ও বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন ও বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও জেলার বিভিন্ন আদিবাসী সংগঠনের যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসী অধ্যুষিত এলাকার খাস পুকুর অগ্রাধিকার ভিত্তিতে আদিবাসীদের মধ্যে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত বা ইজারা প্রদান এবং এ সংক্রান্ত সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া ঘর, দরিদ্র আদিবাসীদের মধ্যে বরাদ্দ দেয়াসহ, জমি, জলাধার, সমাধিস্থল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন প্রয়োগের ব্যবস্থা করতে হবে। ভাষা ও সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থায়ীভাবে সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান (সহরাম, বাহা, বড়দিন, দুর্গাপুজা) ও বিভিন্ন দিবস (সাঁওতাল বিদ্রোহ দিবস, মুন্ডা বিদ্রোহ দিবস, আদিবাসী দিবস) উদযাপনে পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ দিতে হবে। মন্দির, গীর্জা, জেহেরথান ও রাস্তা-ঘাটের উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ বিনা সুদে ঋণ প্রদানের মাধ্যমে আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে। এছাড়াও জেলা আইন-শৃঙ্খলা সভায় আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আদিবাসী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রতি বছর বৃত্তির প্রদান করতে হবে।

মানববন্ধনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাত টুডু বলেন, উপনিবেশিক আমল থেকে এদেশের আদিবাসীরা আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রান্তিকরনসহ বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ২০১২ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন নীতিমালা গ্রহণ করলেও আদিবাসীদের উন্নয়নের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর বরাদ্দ দেয়া ঘর, দরিদ্র আদিবাসীরা এখনও পায়নি। নির্বাচনী ইশতেহার অনুয়ায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা আদিবাসীদের জমি, জলাধার ও বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন করতে হবে। এছাড়াও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জমি, বসতভিটা, বন্যাঞ্চল জলাভূমি ও অন্যান্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে এসব দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রভাত টুডু, জেলা শাখার সাধারণ সম্পাদক কর্নেলিউস মুরমু, আদিবাসী নেতা কটিলা রাজোয়াড়, রুমালী কোলসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা।

শেয়ার