Top

১ ঘণ্টায় লেনদেন ১৪৩ কোটি টাকার

১১ এপ্রিল, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ণ
১ ঘণ্টায় লেনদেন ১৪৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৭৩ লাখ ৮ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮ লাখ ৩৬ হাজার টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার