Top

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

১১ এপ্রিল, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২৯৪ বারে ২ লাখ ৫৩ হাজার ৮৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ । কোম্পানিটি ৫৪৭ বারে ১ লাখ ৩৫ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩৮ বারে ৬৩ লাখ ১৮ হাজার ৭৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেঙ্গল উইন্ডশ্বরের ৬.৮২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.০৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১২শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২.৪৫ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসের ২.১৭ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার