সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬২১ বারে ৪ লাখ ৫৬ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে লিগ্যাসি ফুটওয়্যারে শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৫৪ বারে ৮ লাখ ৭৮ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৬০৩ বারে ৩ লাখ ৬৭ হাজার ৯৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুডের ৭.৪৯ শতাংশ, সমতা লেদারের ৬.৭৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৬.০৯ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৫.৩৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.২২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৫.২০ শতাংশ ও এ্যাপেক্স ফুডসের ৪.৭৯ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস