Top

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ

১৩ এপ্রিল, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জলিল (২৪) নামে একজন আহত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা রায়খালীর এরিনা কম্পোজিট টেক্সটাইলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

এছাড়া নিহতরা হলেন- মিরসরাইয়ের বাসিন্দা অঞ্জনা (৪০), ফটিকছড়ি উপজেলার বাসিন্দা সেলিম (৪৫), পটিয়া বৈদ্যপাড়ার বাসিন্দা বাবুল দে (৬০), পটিয়া দোলতপুরের বাসিন্দা করিম (৫৪)। এরমধ্যে নিহত একজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজন ওই দুর্ঘটনাকবলিত সিএনজির চালক ও বাকিরা যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. আবু সুফিয়ান বলেন, ‘পটিয়ার বাদামতল থেকে যাত্রী নিয়ে সিএনজি গাড়িটি কালুরঘাটের দিকে যাচ্ছিল। এসময় ফুলতল থেকে আসা দ্রুতগামী বাসের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ সকল যাত্রীর মৃত্যু হয়।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকবলেন, ‘বোয়ালখালী আরাকান সড়কের শাকপুরা রায়খালী এলাকার এরিনা কম্পোজিটের সামনে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চালক ছাড়া নিহত যাত্রীদের মধ্যে একজন নারী ছিলেন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, ‘সকালে বোয়ালখালী পৌরসভার রায়খালী এলাকায় দ্রুতগামী বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে আহতাবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।’

শেয়ার