ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোররাত থেকে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। বেশিরভাগ যানবাহনই ব্যক্তিগত বলে জানিয়েছে পুলিশ।
চালকারা জানান, ভোর রাতের দিকে অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে যায়। ব্যক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে ফাড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ভোররাতের দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় পরপর তিনটি দুর্ঘটনার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গতকালের তুলনায় ভোর থেকেই গাড়ির চাপ বেড়েছে মহাসড়কে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের চাপ লক্ষ্য করার মতো। রাতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও তা এখন আর নেই।