চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (৩২) ও শুভ দাস (২০)।
এর আগে গত মঙ্গলবার সকালে সজল চৌধুরী তুফান নামে একজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আজ দুই দালালকে আটক করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে আরেকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
চমেক সূত্রে জানা যায়, চমেক হাসপাতালের সবচেয়ে বেশি দালালের আনাগোনা ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে। রাত একটা থেকে দুইটার পর হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর যোগসাজশে ওয়ার্ডের ভেতরে গিয়ে বিভিন্নভাবে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে প্রলুব্ধ করতো এ দালাল। এমনকি রোগীদের ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সিন্ডিকেট চক্রের ফার্মেসিতে দিলে তারা ৯শ টাকার ওষুধ চার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। সে টাকার নির্দিষ্ট কমিশন এই দালাল চক্রের সদস্যরাও পেয়ে থাকে। হাসপাতালের ওষুধ চোর চক্রের সঙ্গেও এসব দালালরা জড়িত থাকতে পারে বলে ধারণা হাসপাতাল সংশ্লিষ্টদের।