Top

আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে নিহত ২

২৭ এপ্রিল, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ফ্রুট ব্যাগিং বা আমে প্যাকেট বাঁধার কাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার সাইফুলের আমবাগানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১২)।

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের লাছমানপুর গ্রামের মো. রোজবুল ইসলামের ছেলে মো. নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের মো. কাশেদের ছেলে মো. সারোয়ার (১৫)।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, আমবাগানে ফ্রুট ব্যাগিং করার কাজ করছিলো তারা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও অসিমের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমবাগানে প্যাকেট করার সময় ঝড়-বৃষ্টির বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসা চলমান রয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত মুঠোফোনে বলেন, আমবাগানে বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটির খোঁজ-খবর রাখছি। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

শেয়ার