Top

ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৫৫৬০ জন

২৯ এপ্রিল, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৫৫৬০ জন
ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি: :

সারাদেশের ন্যায় ৩০ এপ্রিল রোববার চাঁদপুরের ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে ৫ হাজার ৫শ’ ৬০ এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ৫’শ ৬০ জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২২৮৪ জন এবং ছাত্রী ৩২৭৬ জন। এসএসসি- সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৫’শ ৬০জন পরীক্ষার্থী অংশ নেবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১’শ ৮০জন ছাত্র, ৩’শ ৯৯ জন ছাত্রী, মোট ৫ ’শ ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ১’শ ৪৬ জন ছাত্র, ২ ’শ ৯ জন ছাত্রী, মোট ৩’শ ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭৪ জন ছাত্র , ৪’শ ৭ জন ছাত্রী, মোট ৬’শ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২’শ ৬৪ জন ছাত্র, ৪’শ ৭জন ছাত্রী, মোট ৬’শ ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৯৮জন ছাত্র, ৪৯৬’শ ৪ জন ছাত্রী, মোট ৭’শ ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৪৮জন ছাত্র, ২’শ ৯০জন ছাত্রী, মোট ৫’শ ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

এস এস সিতে ৬টি কেন্দ্রে ১হাজার ৪’শ ১০জন ছাত্র, ২ হাজার ১’শ ৯৭ জন ছাত্রী, সর্বমোট ৩ হাজার ৬’শ ৭জন পরীক্ষার্থী।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫০জন ছাত্র, ৩’শ ৫০জন ছাত্রী, মোট ৬’শ পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫৯’শ জন ছাত্র, ৩’শ ৪৫জন ছাত্রী, মোট ৬’শ ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২’শ ২জন ছাত্র, ৩’শ ২৪জন ছাত্রী, মোট ৬’শ ৪ জন পরীক্ষার্থী।

দাখিলে ৩টি কেন্দ্রে ৭শ’ ৬১ জন ছাত্র, ১হাজার ১৯ জন ছাত্রী, সর্বমোট ১ হাজার ৭’শ ৮০জন পরীক্ষার্থী।

এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১’শ ১৩জন ছাত্র, ৬০ জন ছাত্রী, মোট ১’শ ৭৩ জন শিক্ষার্থী।

ফরিদগঞ্জে ১০টি কেন্দ্রে ২হাজার ৩’শ ৮৪জন ছাত্র, ৩হাজার ২’শ ৭৬ জন ছাত্রী, সর্বমোট ৫হাজার ৫’শ ৬০ জন পরীক্ষার্থী অংশ নিবে।

শেয়ার