সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ হাজার ৮৫০ বারে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৫কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রীমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৯৩৭ বারে ৩১ লাখ ৫৩ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা বিআইএফসি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬ বারে ১ লাখ ২ হাজার ৪০৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইটি কনসালটেন্টসের ৬ দশমিক ০৪ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৫ দশমিক ৭৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৬ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৫ শতাংশ, ইউনিলিভারের ৪ দশমিক ২৯ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ২৭ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ২৩ শতাংশ কমেছে।