Top

ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার

০২ মে, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:: :

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২২ বছরের পলাতক আসামি ইসমাইল হোসেন আজাদকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন আজাদ নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইসমাইলের বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হলে গ্রেপ্তার এড়াতে সে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ২২ বছর সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। ২০০৩ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন সাজা ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র‌্যাব-৭ সাজাপ্রাপ্ত আসামী ইসমাইলকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। ইসমাইল তার নাম ও বাবা-মায়ের নাম বদল করে জাতীয় পরিচয়পত্র তৈরি করে চট্টগ্রাম নগরীতে বসবাস করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ধর্ষণের ঘটনায় জড়িত থাকা ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, গ্রেপ্তার এড়াতে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে খুলনা বাগেরহাটের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরী করে দীর্ঘ ২২ বছর যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

শেয়ার