Top

পরিত্যক্ত শিশু পার্কের খুলল দার

০৪ মে, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
পরিত্যক্ত শিশু পার্কের খুলল দার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে থাকা একমাত্র শিশুপার্কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেকটা গো-চরণ ভূমিতে পরিনত হয়েছিলো। কোমলমতি শিশুরা খেলাধুলা কিংবা বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছিল। শিশুদের জন্য শহরের কোলাহল চিরে নির্মল বিনোদনের জন্য কোনো পার্ক না থাকায় তাদের মানসিক বিকাশ বাধগ্রস্ত হচ্ছিল। বিশেষ করে একটি মানসম্মত শিশুপার্কের চাহিদা থাকলেও তা না থাকায় সে সুযোগ থেকেও তারা বঞ্চিত হয়ে আসছিল।

তবে শিশুপার্কের খরা কাটিয়ে উঠে বিনোদনের জায়গা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের শিশুরা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কালেক্টরেট ইংলিশ মিডিয়াম স্কুল ও গ্রিনভিউ স্কুল সংলগ্ন জেলা প্রশাসনের কর্তৃত্বাধীন ক্যালেক্টরেট শিশুপার্কটি অবশেষে সংস্কার করে সবার জন্য খুলে দেয়া হয়েছে। এমন উদ্যোগে খুশি শিশু-বুড়ো সবাই।

সংস্কারের পর পার্কটিতে পশু-পাখির প্রতিকৃতিতে ভরপুর রয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য কয়েকটি রাইডও রয়েছে। পয়সা ছাড়াই কালেক্টরেট শিশুপার্কে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা যাবে। গত বুধবার বিকেলে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। উদ্বোধনের পর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়েছে শিশুপার্কটি।

ঘুরতে এসে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তাসনিম আহমেদ জানায়, পাশেই আমার স্কুলের পেছনেই রয়েছে৷ অনেকদিন ধরে দেখছি এখানে আসার মতো কোনো পরিবেশ ছিল না। জঙ্গল আর গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছিল। কয়েকদিনের সংস্কারের পর এসে ঘুরলাম। অনেক ভালো লাগছে। অনেকগুলো রাইডে উঠলাম পশুপাখি দেখলাম। এখন থেকে স্কুল থেকে বাসায় ফেরার পথে প্রতিদিন পার্কে আসব।

তৃতীয় শ্রেণীর ছাত্রী অনন্যা জানায়, প্রথমবারের মতো এখানে এতে আমার খুব ভালো লাগছে। সাইকেল ট্রেন রেলগাড়িসহ বিভিন্ন রাইডে উঠে খুব মজা পেয়েছি। হরিণ ভাল্লুক হাতি জিরাফ বাঘ পশু-পাখির সাথে ছবি তুলেছি।

চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন তার ৬ জন বন্ধুকে নিয়ে পার্ক উদ্বোধনের দিন বিকেলে ঘুরতে এসেছিল। সে জানায়, এত সুন্দর সুন্দর রাইড আর পশু-পাখি, এরকম পানির ফোয়ারা কখনো দেখিনি। জায়গাটি আমার খুব পছন্দ হয়েছে। একটু সময় পেলেই বন্ধুদেরকে নিয়ে এখানে আসব বলে সবার সাথে কথা বলেছি।

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আনিসা আফরিন জানায়, দীর্ঘদিন ধরে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখছি। এবার চমৎকার একটি উদ্যোগ নিয়ে এমন পরিবেশ তৈরির জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এখন থেকে সময় পেলেই এখানে এসে আড্ডা দিব।

অভিভাবক নাইমা খাতুন বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদন অত্যান্ত প্রয়োজনীয় উপাদান। যা থেকে শহরের শিশুরা বঞ্চিত ছিল। অজানা কারনে জেলার একমাত্র শিশুপার্কটি পরিত্যক্ত জঙ্গল হিসেবে পরিনত হয়ে পড়ে ছিল। এটিকে সংস্থার করে এমন পরিবেশ তৈরীর জন্য জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমাদেরকে খুবই ভালো লাগছে শিশুদের নিয়ে এসে এমন পরিবেশে সময় কাটাতে পারব, বিভিন্ন রাইডে উঠাতে পারবো এবং পশু-পাখির সাথে পরিচয় করাতে পারবো বলে।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন জানান, শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে বিনোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তার নির্দেশনায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুপার্কটিকে পুরোদমে সংস্কার করে এমন আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিশুপার্কে পরিনত করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। শিশুপার্কটি সংস্কার করার ফলে শিশুরা যেমন পাবে নির্মল বিনোদন তেমনি বড়রা পাবে হাঁটার জন্য ওয়াকওয়ে৷

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, শিশুদের মানসিক বিকাশের কথা চিন্তা করে শহরের প্রাণকেন্দ্রে মোটামুটি পরিত্যক্ত শিশুপার্কটিকে সকলের সহযোগিতায় উৎকর্ষতা সাধনের চেষ্টা করেছি। শিশুরা এখানে এসে বিভিন্ন প্রাণির সঙ্গে পরিচিত হতে পারবে এবং বিভিন্ন রাইড ব্যবহার করে তারা বিনোদন লাভ করতে পারবে। আরো উৎকর্ষতা সাধনের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি এটিকে সংরক্ষণ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, এটি দেখভাল করার দায়িত্ব সবার। মানুষ বিনোদনপ্রেমী। বিনোদনের খরা কাটিয়ে আমাদের শিশুরা যাতে মুক্ত আকাশে তাদের বিকাশের জায়গা প্রকাশ করতে পারে, তাহলে আগামী দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পাবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি জেলা সদরে এরকম একটি শিশুপার্ক থাকবে, যেখানে শিশুরা মনের আনন্দে ঘুরে বেড়াবে। আমি মনে করি শিশুদের ঘুরে বেড়ানোর মতো শিশুপার্ক করতে পেরেছি।

শেয়ার