Top

ঝোপঝাড় কেটে সবজি বাগান করলেন হাজীগঞ্জের ওসি

০৪ মে, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
ঝোপঝাড় কেটে সবজি বাগান করলেন হাজীগঞ্জের ওসি
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের হাজীগঞ্জ থানার পাশ্বে লতাপাতায় ঘেরা ঝোপঝাড়। যেখানে ছিলো সাপ’সহ বিভিন্ন পোকামাকড়ের আনাগোনা। হঠাৎ করেই উদ্যোগ নেওয়া হলো ঝোপঝাড় কেটে ফেলার। যেই কথা সেই কাজ। ঝোপঝাড় পরিষ্কার করে নতুন আরেক উদ্যোগ নিয়ে চমকে দিলেন ওসি।

ফুটিয়ে তুলেছেন সাজানো এক বাগান। যেখানে শাক-সবজি চাষাবাদ করা হয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজ হাতে সবজি বাগান পরিচর্চায় আনন্দময় সময় কাটান ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।

ফরমালিন মুক্ত সবজির চাহিদা মেটাতে পতিত জমিতে করলা, লাউ, বরবটি, পুঁই শাক, লাল শাক, পুদিনা পাতা, টমেটো, চিচিঙ্গা, পেঁপে, বেশুন, মিষ্টি কুমড়া’সহ কয়েক প্রজাতির সবজি চাষে পাল্টে গেছে থানার দৃশ্যপট। শাক-সবজির বাগানে ঘেরা এ সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষের নজর কাড়ছে।

থানার আঙ্গিনায় সবজি চাষ সর্ম্পকে জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, থানার এ পাশ্বে ঝোপঝাড় ছিল। তা পরিস্কার করে ফাঁকা জায়গায় সবজি উৎপাদনের জন্য চাষাবাদ শুরু করেছি। এবং সাফল্যও পেয়েছি।

প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হাসিনার ঘোষণা ও আইজিপি নির্দেশনায় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার নির্দেশনা মতে পতিত জায়গা খালি না রেখে সবজি চাষ করার আহ্বানে সাড়া দিয়ে সবজি বাগান গড়ে তুলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

শেয়ার