Top

সাতক্ষীরায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে ২৮৩ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি নসিমন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার চিতলা বটতলা এলাকা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছোটর পুত্র সাইদুর রহমান সাইদ (২১), একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মাহবুর রহমান (২৪) ও উত্তর বারো পোতা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ (৪০)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদক ব্যবসায়ী নসিমনে করে ফেনসিডিল নিয়ে যশোরে যাচ্ছে।

এ সময় থানার এসআই আবুল হাসানের নেতৃত্বে চিতলা বটতলা এলাকায় তিন মাদক ব্যবসায়ীসহ নসিমনটি আটক করা হয়। পরে নছিমনটি তল্লাশি করে বিশেষ স্থানে লুকানো ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারের পর তাদের আটক করে নসিমনটি থানায় নিয়ে আসা হয়।

এদিকে, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার তদন্ত কর্মকর্তা জেল্লাল হোসেন জানান।

শেয়ার