নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উত্তম কুমার নন্দীর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি দিনের পর দিন তার কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্টরা তার বিরুদ্ধে কোনই ব্যবস্থা নিচ্ছেন না। এছাড়া বিশেষ দিবস ছাড়া তার অফিসে উত্তোলন করা হয় না জাতীয় পতাকা।
অথচ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিনস্থ অন্য কর্মকর্তাদেরও দাবী, ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রায় নিয়মিতই অফিস করেন। সরেজমিনে গত বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার মাতাজীহাট সরকারি খাদ্যগুদামে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার বদলে তার অফিস চালাচ্ছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-খাদ্য পরিদর্শক (এসআই) অসিম কুমার বর্মন। তিনি জানালেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার নন্দী সপরিবারে বগুড়া শহরে বসবাস করেন। সেখান থেকে মাঝে মাঝে এখানে এসে অফিস করেন। কোন কোন দিন অফিসে না আসলেও নওগাঁয় জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে মিটিং সেরে অথবা মহাদেবপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে কাজ সেরে বগুড়া ফিরে যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে যাবতীয় কাজ অসিম কুমার বর্মনই করেন বলেও জানান। যাবতীয় কেনাকাটা, মালামাল গুদামে উঠানো, বিভিন্ন প্রকল্পের ডি এর মালামাল সরবরাহ সব কিছুই করেন তিনি। এসময় তার অফিসে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্ধারিত পাইপটি পতাকাবিহীন ফাঁকা দেখা যায়। জানতে চাইলে অসিম কুমার বর্মন জানান, বিশেষ দিবস ছাড়া এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়না।
উপজেলার কয়েকজন মিল মালিক জানান, এই কর্মকর্তা দিনের পর দিন তার অফিসে অনুপস্থিত থাকেন। খাদ্যশস্য সংগ্রহের সময় ছাড়া কোন কোন সময় পুরো মাস অনুপস্থিত থাকেন তিনি। ফলে গুদামে চাল সরবরাহ, বিল উত্তোলন প্রভৃতি সময় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। স্থানীয় রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমানসহ ইউপি সদস্যরাও একই কথা জানান। বিভিন্ন প্রকল্পের বরাদ্দ উত্তোলনের সময় তাঁকে পাওয়া যায়না। এলাকাবাসীর অভিযোগ, তার অনুপস্থিতির বিষয়টি এখন ‘‘ওপেন সিক্রেট’’ হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারেই নীরব। উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদেই তিনি দিনের পর দিন অনুপস্থিত থাকলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা জানান, একটি সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবশ্যই গুদামের সংরক্ষিত এলাকায় নির্মিত সরকারি বাসভবনে বসবাস করতে হবে। কর্মস্থলের পাঁচ মাইলের উর্ধ্বে দূরে কোথাও যেতে হলে উর্ধতন কর্মকর্তার নিকট থেকে ছুটি অথবা কর্মস্থল ত্যাগের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তিনি কিভাবে প্রতিদিন বগুড়া থেকে প্রায় ৮০ কিলোমিটার পথ পারি দিয়ে অফিসে আসেন, আবার চলে যান তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা হয়েছে, ‘জাতীয় ও বিশেষ দিবস ছাড়াও প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং অফিস সমূহে যেমন, রাষ্ট্রপতির বাসভবন, সংসদ ভবন প্রভৃতি, সকল মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সচিবালয় ভবন সমূহ, হাইকোর্টের অফিস সমূহ, জেলা ও দায়রা জজ আদালত সমূহ, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার/কালেক্টর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ অফিস সমূহ, কেন্দ্রীয় ও জেলা কারাগারসমূহ, পুলিশ স্টেশন, শুল্ক পোস্ট অফিস সমূহ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং এই রকম অন্যান্য ভবনে সরকার কর্তৃক সময় নির্ধারিত ভবন সমূহে সকল সরকারী কর্মদিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে।’
সরকারি দফতরে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি ‘অত্যন্ত দুঃখজনক’উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে অবমূল্যায়ন করা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বাহক জাতীয় পতাকার। গত ১২ এপ্রিল মাতাজীহাট খাদ্য গুদামে যোগদান করেন সহকারী খাদ্য পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান। রোববার দুপুরে তার সাথে মোবাইলে কথা বলা হলে তিনি জানান, আজ রোববার এখনও পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মাতাজীহাট খাদ্যগুদামে এসে পৌছাননি। তিনি বরেন, আমি মাতাজীহাট খাদ্যগুদামে যোগদান করার পর দেখেছি সপ্তাহের প্রতি রোববার খাদ্য কর্মকর্তা বেলা ১০/১১ টার দিকে বগুড়া থেকে খাদ্য গুদামে আসেন এবং ৩ টার পর চলে যান। এছাড়াও মাঝে মাঝে ২/১ দিন তিনি অফিসে আসেন। তবে তিনি প্রতিদিন (সরকারী কার্যদিবসে) অফিস করেন না।
এ ব্যাপারে জানতে চাইলে মোবাইল ফোনে মাতাজীহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার নন্দী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়মিতই অফিস করেন। তবে তিনি স্বপরিবারে মাতাজীহাট খাদ্যগুদামের সরকারি বাসভবনে বসবাস করেন না এবং পরিবারসহ বগুড়া শহরে বসবাস করেন বলে স্বীকার করেন। এতে খাদ্য গুদামের কাজের কোন সমস্যা হয়না বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসানের সাথে কথা হলে তিনি জানান, উত্তম কুমার নন্দী খাদ্যগুদাম এলাকায় পরিবারসহ বসবাস না করলেও বগুড়া থেকে এসে অফিস করেন। তবে, প্রতিদিন কর্মস্থল থেকে ৮০ কিলোমিটার দূরে যাবার জন্য তিনি কর্মস্থল ত্যাগের কোন অনুমতি নেননা বলেও জানান তিনি।
তিনি কখন মাতাজীহাট আসেন আর কখন চলে যান এ ব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ষ্পষ্টত কিছুই বলতে জানেন না বলে জানান। অন্যদিকে, মহাদেবপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের অফিসের উপ-খাদ্য পরিদর্শক (এসআই) অসিম কুমার বর্মনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে কেন মাতাজীহাট খাদ্যগুদামের দায়িত্বে রাখা হয়েছে তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি তিনি।