Top

কাশ্মীর নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত: পাকিস্তান

১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
কাশ্মীর নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত: পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লি বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করে এ কথা বলে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, বিদেশি কূটনীতিকদের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিদর্শনে নিয়ে নয়াদিল্লি সেখানকার পরিস্থিতি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা করছে।

নয়াদিল্লিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাশ্মীর উপত্যকা পরিদর্শনে নিতে ভারত সরকারের আয়োজন সম্পর্কে মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফেজ চৌধুরী। এই আয়োজন বিশ্ব সম্প্রদায়কে বিভ্রান্ত করার ভারতীয় প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর একদল কূটনীতিককে জম্মু-কাশ্মীরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি বিদেশি কূটনীতিকদের এই সফর হওয়ার কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে চায় ভারত। পাকিস্তানের ভাষ্য, কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এমন একটা ধারণা বিদেশি কূটনীতিকদের দিতে চায় ভারত।

ডন বলছে, উপত্যকায় প্রায় ১৮ মাস ধরে ফোরজি ইন্টারনেট সেবা নিষিদ্ধ ছিল। এই সেবা ফের চালুর পর এখন উপত্যকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে যাচ্ছে ভারত সরকার।

শেয়ার