আগুন লেগে কৃষক জহুরুল ইসলামের ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ভোরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর দক্ষিণপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
কৃষক জহুরুল ইসলাম জানান, তার বাড়িতে ৫টি ঘর রয়েছে। বেশ কিছুদিন ধরে তারা গ্রামের এই বাড়িতে থাকেন না। বাড়িটির বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। অথচ শুনসান বাড়িটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িতে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়েছে।
তিনি বলেন, তারা স্বপরিবারে নাটোর জেলা সদরের বাড়িতে বসবাস করছেন। এই সুযোগে কেউ ক্ষতি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি বিষয়টির সঠিক তদন্ত দাবি করেছেন। উপজেলা ফায়ার সাভির্স স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ৫ টি ঘর ভস্মিভূত হয়। পরে তারা গিয়ে আগুন য়িন্ত্রণে আনেন। তবে বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে তিনি জানান।