হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর মোড় নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খুদা (২৭) ও একই জেলার গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী মোছাঃ হাওয়ানুর বেগম (৩০)। র্যাব- ১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম র্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি টাকা মূল্যের ৯৫৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ নগদ ১ হাজার ২৯০ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।