Top

গোলাগুলির ঘটনায় আসামী গ্রেফতার

১০ মে, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
গোলাগুলির ঘটনায় আসামী গ্রেফতার
পাবনা জেলা প্রতিনিধি : :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় বুধবার সকাল ৭ টায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার হেমায়েতপুরে অভিযান পরিচালনা করেন। পাবনা সদর থানার এজাহার নামীয় ০২ নং আসামীসহ ৩ জন পলাতক আসামী ও ১ জন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা ইছাহাক আলী, হাবু সরদার,মামুন, সেলিম মন্ডল এবং সবরুল শেখকে বন্দুক, চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, টাঙ্গি, খাড়া, হকিস্টিক, জিআই পাইপ ও লোহার রড দিয়ে গুরুতর জখম ও গুলি করে আহত করে। পরবর্তীতে আসিফ হোসাইন রকি বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাবনা সদর থানার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত মনছের আলীর দুই ছেলে হাবিব মন্ডল ও জহুরুল হক। আরেকজন একই গ্রামের মৃত মনছের প্রামাণিকের ছেলে হবিবার। মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পাবনা সদর থানার কায়েমখোলা এলাকার মৃত নায়েব আলীর ছেলে দুলাল প্রাং। গ্রেফতারকৃত আসামীদের পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার