সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৭ লাখ ৪ হাজার ৬২২টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ৮৫ লাখ ৬০হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৩২ লাখ দুই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিল মিলস লিমিটেড। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার সিভিও পেট্রোলিয়ামের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালসের।
এছাড়া বেক্সিমকোর ৫ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ডেলটা ইস্পিনিং মিলসের ৬ লাখ টাকার, ইস্টার্ণ ব্যাংকের ১৯ লাখ ৮২ হাজার টাকার, খুলনা পাওয়ারে ২০ লাখ ৪৪ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৮ লাখ টাকার, লিগাসী ফুটওয়্যারে ৭ লাখ ৫৪ হাজার টাকার, মীর আক্তার হোসাইনের ৭ লাখ ৬২ হাজার টাকার, পাওয়ার গ্রীড কোম্পানির ৮ লাখ ৯৬ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৬ লাখ ৪১ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫ লাখ টাকার, সাইফ পাওয়ারের ৮ লাখ টাকার ,সায়হাম কটনের ৮ লাখ টাকার, সী পার্ল রিসোর্টের ১১ লাখ ৩৪ হাজার টাকার ও ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৫৯ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।