Top
সর্বশেষ

মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন

১৬ মে, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন
রংপুর প্রতিনিধি  :

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে রংপুর মেট্রোপটিন পুলিশ কমিশনারের কার্যালয়ের মিটার বক্সে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। এরপরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। তারপরও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করে জানানো যাবে। অগ্নিকান্ডের ঘটনার সময় ওই ভবনের বিভিন্ন সরকারি কার্যালয়ে সেবা নিতে আসা মানুষজন ভয়ে ছুটোছুটি শুরু করে। আতংকিত মানুষজন ভয়ে চিৎকার করতে থাকেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকান্ডে মিটার বক্স ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ঘটনায় দাপ্তরিক কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি বলে জানান তিনি।

শেয়ার